Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নীলফামারী জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


Title
কী সেবা কীভাবে পাবেন
Details

সেবা সমূহ :


· বন্দীদের কারাগারে গ্রহণ ।

· বন্দীদের আদালতের আদেশমতে মুক্তি প্রদান ।

· সাজার মেয়াদ শেষে সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তি প্রদান ।

· বন্দীদের দেখা সাক্ষাতের ব্যবস্থা করণ ।

· বন্দীদের খাদ্য, আবাসন ও চিকিৎসার বন্দোবস্থ করণ ।

· বন্দীদের সংশোধন কার্যক্রম গ্রহণ ।

· বন্দীদের বিভিন্ন ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান ।

· বন্দীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উদ্বুধ করণ ও তাদের চরিত্র গঠন ।

· অসহায় বন্দীদের আইনগত সহায়তা প্রদান ।

· বন্দীদের মামলা পরিচালনার স্বার্থে ওকালতনামায় তাদের সাক্ষর গ্রহণের ব্যবস্থা করণ ।

· দর্শনার্থীদের অভিযোগ শ্রবন ও তার সমাধান করা ।

· নিরক্ষর বন্দীদের সাক্ষরজ্ঞান প্রদানের ব্যবস্থা করণ ।

· বন্দীদের শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য বিভিন্ন ধরণের ইনডোর/আউটডোর খেলাধুলার ব্যবস্থা করা ।

· বন্দী, কর্মকর্তা/কর্মচারীদের বিধিমতে প্রাপ্য সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় তথ্য (প্রদানযোগ্য)প্রাপ্তি নিশ্চিত করণ ।


সেবা কি ভাবে পাবেন (কারাগারের বাহিরে)


ক) অনুসন্ধান কেন্দ্রঃ- রিজার্ভ প্রধান কারারক্ষী অনুসন্ধান কেন্দ্রের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকেন । কারাগারে আগত যে কোন দর্শনার্থী/ব্যক্তিকে কারাগার সম্পর্কিত যে কোন সেবা যেমনঃ- বন্দীর সাথে দেখা সাক্ষাত, ওকালতনামা স্বাক্ষর, জামিনের বিষয়সহ অন্যান্য বিষয়ে তথ্য প্রদান ইত্যাদি বিষয়ে প্রাথমিক ভাবে সহায়তা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান কারারক্ষী ।


খ) ডেপুটি জেলারঃ- অনুসন্ধান কেন্দ্রের তথ্যের ভিত্তিতে সেবা সমূহের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন । যে সকল সেবা অনুসন্ধান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান কারারক্ষীর কর্তব্যের বহির্ভুত সে সকল সেবা প্রদান করেন ।


গ) জেলারঃ- উপরোক্ত ক ও খ এর দায়িত্ব তদারকি ও যে সকল বিষয় ক ও খ এর আওতাবর্হিভুত সে সকল সেবা সমূহ তিনি প্রদান করেন


ঘ) জেল সুপারঃ- কারাগারের সার্বিক নির্বাহী ও উপরোক্ত কাজের তদারকি করেন । জেলার এর আওতাবর্হিভুত সেবা সমূহসহ এবং কারাগার সম্পর্কিত যে কোন সেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন ।


সেবা কি ভাবে পাবেন (কারাগারের ভিতরে)


ক) কারারক্ষীঃ-বন্দীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন । কারাভ্যন্তরে যে কোন বন্দী প্রাথমিক ভাবে দায়িত্বরত কারারক্ষী নিকট হতে সেবা গ্রহণের সুযোগ রয়েছে।


খ) প্রধান কারারক্ষীঃ- নির্ধারিত এলাকার দায়িত্বে নিয়োজিত থাকেন ও কারারক্ষীগণের কাজ তদারকি করেন । এবং কারারক্ষীর আওতাবর্হিভুত সেবা সমূহ তিনি প্রদান করে থাকেন ।


গ) সর্বপ্রধান কারারক্ষীঃ- উপরে বর্ণিত ক ও খ শ্রেণীর কাজসহ কারাভ্যন্তরের সার্বিক কাজের তদারকি করেন । এবং প্রধান কারারক্ষীর আওতাবর্হিভুত সেবা সমূহ প্রদান করেন ।


ঘ) ডেপুটি জেলারঃ- উপরে বর্ণিত শ্রেণী সমূহের কাজ তদারকি করেন । এবং সর্ব প্রধান কারারক্ষীর আওতাবর্হিভুত সেবা সমূহ প্রদান করেন ।


ঙ) জেলারঃ- উপরে বর্ণিত সকল শ্রেণীর কাজ সমুহের তদারকিসহ নির্বাহী কর্মকর্তা হিসেবে কারাভ্যন্তরের সার্বিক বিষয়ে নজরদারী থাকেন ।


চ) জেল সুপারঃ- উপরে বর্ণিত শ্রেনীর কাজ সমূহের তদারকিসহ নির্বাহী দায়িত্ব পালন করেন। এবং জেলার এর আওতাবর্হিভুত সেবা সমূহসহ যে কোন সেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।