পটভূমিঃ
১৯১৫ সালে উপ-কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে “১২টি জেলা কারাগার নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলা কারাগারের নির্মাণ কাজ ১৯৯৮ সনে শুরু হয়। গত ০২-১০-২০১০ খ্রিঃ তারিখে পুরাতন জেলা কারাগার হতে নব-নির্মিত জেলা কারাগারে বন্দি স্হানান্তর কারা হয়।
এক নজরে নীলফামারী জেলা কারাগার :-
০১। কারাগারের নাম : নীলফামারী জেলা কারাগার।
০২। স্থাপিত : ১৯৯৮ খ্রিঃ।
০৩। জমির পরিমান : ৭.৫০ একর
ক) কারাগাররে অভ্যমত্মরে : ৪.০০ একর।
খ) কারাগাররে বাহরি : ৩.০৫ একর।
মোট = ৭.৫০ একর।
০৪। কারাগারের ধারণ ক্ষমতা :-
ক) পুরুষ = ২১০ জন।
খ) মহলিা = ১৮ জন।
মোট = ২২৮ জন।
০৩. কারাগারের সংক্ষিপ্ত ইতিহাস : নতুন জেলা কারাগার :-
নীলফামারী জেলা কারাগার টি ১৯১৫ সালে নির্মিত হয়। তখন কারাগাররে ধারণ ক্ষমতা ছিল ৯৬ জন বন্দী । কারাগার টি বেশ ছোট,পুরাতন,জরাজীর্ণ এবং প্রতিনিয়ত বন্দী বৃদ্ধির কারণে ‘‘১২টি জেলা কারাগার নির্মাণ র্শীষক প্রকল্পের আওতায় নীলফমারীতে ৭.৫০ একর ভুমির উপর ২০০ বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন নীলফামারী জেলা কারাগারের নির্মান কাজ ১৯৯৮ সালে শুরু হয়। গত ১৭-০৯-২০১০ খ্রি: তারিখে জনাব পার্থ গোপাল বণিক,কারা উপ-মহাপরর্দিশক (অতিঃ দাঃ) রাজশাহী ও রংপুর বিভাগ,সদর দপ্তর,রাজশাহী মহোদয় নব-নির্মিত নীলফামারী জেলা কারাগার সরজমিনে পরিদর্শন করতঃ কারাগারটি বন্দি আটক রাখার জন্য সর্ম্পূণ প্রস্তুত মর্মে অভিমত ব্যক্ত করেন। তৎপ্রেক্ষাপটে কারা মহা পরিদর্শক মহোদয়ের অনুমতি সাপেক্ষে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করত : ০২-১০-২০১০ খ্রি: তারিখে পুরাতন জেলা কারাগার হতে নব-নির্মিত জেলা কারাগারে বন্দী স্থানান্তর করা হয়ছে।
পুরাতন জেলা কারাগার : স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা -১ অধিদপ্তর,বাংলাদশে সচিবালয়,ঢাকার পত্র নং-৪৪.০০.০০০০.২৩.২০.০০৩.২০১৬-৩৪১,তাং-০৩-১১-২০১৬ খ্রি: এর সুপারিশ মোতাবেক শিরীন রুবী উপ-সচিব কর্তৃক স্বাক্ষরিত মোতাবেক ৩.১৫ একর জমি অধিগ্রহণ র্কাযক্রম নিদেশিত হয়ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস